Welcome to ProtiDokan.com. By accessing and using our website, you agree to comply with and be bound by the following Terms and Conditions. Please read them carefully before using our services.
By registering on or using ProtiDokan.com, you agree to these Terms & Conditions as well as our Privacy Policy, Seller Policy, and Return Policy.
Users must be at least 18 years old to create an account and use our services.
By registering, you confirm that the information you provide is true, accurate, and up to date.
You are responsible for maintaining the confidentiality of your login credentials.
Any activity carried out under your account will be considered your responsibility.
ProtiDokan.com is not liable for any unauthorized account access due to your negligence.
ProtiDokan.com acts as an online marketplace, connecting sellers and buyers.
We are not the manufacturer or owner of the listed products.
Responsibility for product quality, legality, and safety lies with the respective seller.
Users must not:
List or purchase illegal, counterfeit, or prohibited items.
Use the platform for fraudulent or misleading activities.
Violate intellectual property rights of others.
Interfere with the website’s security, systems, or operations.
Buyers agree to pay the full price for products ordered, including applicable taxes and delivery fees.
Sellers agree to abide by the pricing, commission, and payout terms as outlined in our Seller Policy.
Returns and refunds will be handled according to our official Return & Refund Policy.
ProtiDokan.com reserves the right to mediate disputes between customers and sellers.
ProtiDokan.com will not be liable for any direct, indirect, or incidental damages arising from the use of our platform.
We do not guarantee product performance, accuracy of listings, or third-party services.
ProtiDokan.com reserves the right to suspend or terminate any account that violates these Terms & Conditions.
Any fraudulent, abusive, or illegal activity may lead to legal action.
ProtiDokan.com may update or modify these Terms & Conditions at any time.
Updated terms will be effective immediately once published on the website.
These Terms & Conditions shall be governed by and interpreted in accordance with the laws of Bangladesh.
------_-------_-------_---------_--------_--------_-------_--
শর্তাবলী – ProtiDokan.com
ProtiDokan.com-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীর সাথে একমত হচ্ছেন। দয়া করে আমাদের সেবা ব্যবহারের পূর্বে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
১. শর্তাবলী গ্রহণ
ProtiDokan.com-এ নিবন্ধন বা সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের Terms & Conditions, Privacy Policy, Seller Policy এবং Return Policy মেনে চলতে সম্মত হচ্ছেন।
২. যোগ্যতা
আমাদের সেবা ব্যবহার করতে হলে ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
নিবন্ধনের সময় প্রদানকৃত সকল তথ্য সঠিক, নির্ভুল ও হালনাগাদ হতে হবে।
৩. অ্যাকাউন্ট দায়িত্ব
আপনার লগইন তথ্যের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব।
আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পন্নকৃত সব কার্যক্রম আপনার দায়িত্ব হিসেবে গণ্য হবে।
আপনার অবহেলার কারণে কোনো অননুমোদিত অ্যাক্সেস ঘটলে ProtiDokan.com দায়ী থাকবে না।
৪. মার্কেটপ্লেস ভূমিকা
ProtiDokan.com একটি অনলাইন মার্কেটপ্লেস হিসেবে কাজ করে, যা বিক্রেতা ও ক্রেতাদের সংযুক্ত করে।
আমরা তালিকাভুক্ত পণ্যের নির্মাতা বা মালিক নই।
পণ্যের গুণমান, বৈধতা ও নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট বিক্রেতার।
৫. নিষিদ্ধ কার্যকলাপ
ব্যবহারকারীরা নিম্নলিখিত কাজ করতে পারবেন না:
অবৈধ, নকল বা নিষিদ্ধ পণ্য তালিকাভুক্ত বা ক্রয়।
প্রতারণামূলক বা বিভ্রান্তিকর কার্যক্রম।
অন্যের মেধাস্বত্ব লঙ্ঘন।
ওয়েবসাইটের নিরাপত্তা, সিস্টেম বা কার্যক্রমে হস্তক্ষেপ।
৬. অর্ডার ও পেমেন্ট
ক্রেতাদের অর্ডারকৃত পণ্যের পূর্ণ মূল্য, প্রযোজ্য ট্যাক্স ও ডেলিভারি চার্জসহ পরিশোধ করতে হবে।
বিক্রেতাদের অবশ্যই আমাদের Seller Policy-তে উল্লেখিত মূল্য, কমিশন ও পেমেন্ট শর্তাবলী মেনে চলতে হবে।
৭. রিটার্ন ও রিফান্ড
রিটার্ন ও রিফান্ড আমাদের অফিসিয়াল Return & Refund Policy অনুযায়ী পরিচালিত হবে।
ProtiDokan.com ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিরোধ মীমাংসার অধিকার সংরক্ষণ করে।
৮. দায় সীমাবদ্ধতা
ProtiDokan.com কোনো সরাসরি, পরোক্ষ বা আকস্মিক ক্ষতির জন্য দায়ী থাকবে না যা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ঘটতে পারে।
আমরা পণ্যের কর্মক্ষমতা, লিস্টিং-এর যথার্থতা বা তৃতীয় পক্ষের সেবার গ্যারান্টি প্রদান করি না।
৯. অ্যাকাউন্ট স্থগিত ও বাতিলকরণ
ProtiDokan.com এই শর্তাবলী লঙ্ঘনকারী যে কোনো অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করার অধিকার রাখে।
প্রতারণামূলক, অপব্যবহারমূলক বা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
১০. নীতিমালার পরিবর্তন
ProtiDokan.com যেকোনো সময় এই শর্তাবলী হালনাগাদ বা পরিবর্তন করতে পারে।
হালনাগাদকৃত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
১১. প্রযোজ্য আইন
এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।