At ProtiDokan.com, we value our customers and want to ensure a smooth and secure shopping experience. This Return & Refund Policy explains the terms under which customers can return products and request refunds.
Customers may request a return if:
The product is damaged or defective upon delivery.
The customer receives a wrong item that does not match the order.
The product is incomplete (missing parts or accessories).
Returns are only accepted within 7 days of delivery.
The product must be unused, unwashed, and returned in its original packaging with all tags/labels intact.
Certain items are non-returnable, such as:
Personal care, hygiene, and beauty products.
Perishable goods (food, drinks, etc.).
Digital products or downloadable items.
Products returned without a valid reason or in used/damaged condition will not be accepted.
Customers must submit a return request through their ProtiDokan.com account or contact customer support.
Our team will review the request and confirm eligibility.
The product must be handed over to the designated courier partner for pickup or returned to the specified return address.
Once the returned product is inspected and approved, a refund will be issued within 7–10 business days.
Refunds will be processed via the original payment method (bank account, mobile banking, or card).
If the customer paid via Cash on Delivery (COD), the refund will be sent to the customer’s verified bank or mobile banking account.
In some cases, customers may choose to exchange the product instead of requesting a refund.
Exchanges are subject to product availability.
Sellers must honor all valid return and refund requests as per this policy.
ProtiDokan.com reserves the right to take action against sellers who repeatedly fail to comply with the return policy.
ProtiDokan.com may update or modify this Return & Refund Policy at any time.
Any changes will be effective immediately once published on the website.
-----------------------------------------------
রিটার্ন ও রিফান্ড নীতি – ProtiDokan.com
ProtiDokan.com-এ আমরা আমাদের গ্রাহকদের মূল্য দিই এবং তাদের জন্য একটি সহজ ও নিরাপদ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। এই রিটার্ন ও রিফান্ড নীতিমালা ব্যাখ্যা করে কোন শর্তে গ্রাহকরা পণ্য ফেরত দিতে পারবেন এবং রিফান্ড চাইতে পারবেন।
১. রিটার্নের যোগ্যতা
গ্রাহকরা রিটার্নের জন্য আবেদন করতে পারবেন যদি:
পণ্যটি ডেলিভারির সময় ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হয়।
অর্ডার অনুযায়ী ভুল পণ্য পাওয়া যায়।
পণ্য অসম্পূর্ণ হয় (অংশ বা এক্সেসরিজ অনুপস্থিত)।
ডেলিভারির ৭ দিনের মধ্যে শুধুমাত্র রিটার্ন গ্রহণযোগ্য হবে।
২. রিটার্নের শর্তাবলী
পণ্যটি অব্যবহৃত, অগোছানো অবস্থায় এবং মূল প্যাকেজিং-এ সকল ট্যাগ/লেবেলসহ ফেরত দিতে হবে।
কিছু পণ্য ফেরতযোগ্য নয়, যেমন:
ব্যক্তিগত যত্ন, স্বাস্থ্যবিধি ও বিউটি প্রোডাক্ট।
নষ্টযোগ্য পণ্য (খাবার, পানীয় ইত্যাদি)।
ডিজিটাল বা ডাউনলোডযোগ্য পণ্য।
অযৌক্তিক কারণে অথবা ব্যবহৃত/ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরত পাঠানো পণ্য গ্রহণযোগ্য হবে না।
৩. রিটার্ন প্রক্রিয়া
গ্রাহককে অবশ্যই তাদের ProtiDokan.com অ্যাকাউন্ট থেকে বা কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে রিটার্ন রিকোয়েস্ট জমা দিতে হবে।
আমাদের টিম রিকোয়েস্ট পর্যালোচনা করে যোগ্যতা নিশ্চিত করবে।
পণ্যটি নির্ধারিত কুরিয়ার পার্টনারকে হস্তান্তর করতে হবে অথবা নির্দিষ্ট রিটার্ন ঠিকানায় পাঠাতে হবে।
৪. রিফান্ড
ফেরত আসা পণ্য পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে ৭–১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
রিফান্ড গ্রাহকের মূল পেমেন্ট পদ্ধতির মাধ্যমেই (ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং বা কার্ড) প্রদান করা হবে।
যদি গ্রাহক Cash on Delivery (COD) পেমেন্ট করে থাকেন, তবে রিফান্ড গ্রাহকের যাচাইকৃত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে।
৫. এক্সচেঞ্জ নীতি
কিছু ক্ষেত্রে গ্রাহক রিফান্ডের পরিবর্তে পণ্য এক্সচেঞ্জ করতে পারবেন।
এক্সচেঞ্জ প্রোডাক্টের স্টক উপলব্ধতার উপর নির্ভর করবে।
৬. বিক্রেতার দায়িত্ব
বিক্রেতাকে অবশ্যই এই নীতিমালা অনুযায়ী সকল বৈধ রিটার্ন ও রিফান্ড রিকোয়েস্ট মেনে নিতে হবে।
বারবার নীতিমালা মানতে ব্যর্থ হলে ProtiDokan.com বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
৭. নীতিমালার হালনাগাদ
ProtiDokan.com যেকোনো সময় এই রিটার্ন ও রিফান্ড নীতিমালা হালনাগাদ বা পরিবর্তন করতে পারে।
হালনাগাদকৃত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।